close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

 শ্যামনগরের গাবুরা- পদ্মপুকুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
গাবুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ও বিকাল ৪ টায় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।..

 শ্যামনগরের গাবুরা- পদ্মপুকুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা 

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাবুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ও বিকাল ৪ টায় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক  মোস্তাক আহমেদ (যুগ্মসচিব)। অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন। গাবুরায় স্বাগত বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম ও পদ্মপুকুর ইউনিয়নে স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম (আমজাদ)।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ইউনিয়ন ২টিতে সুপেয় পানির সংকট, বেড়িবাঁধ সংস্কার, খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, গাবুরা ইউনিয়ন কমপ্লেক্স নির্মান, মাদক ও ডাকাত নির্মূল, ইউনিয়নটির মধ্যস্থানে পুলিশ ক্যাম্প ও হাসপাতাল স্থাপনসহ সকল সমস্যা সমাধানে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল নাবিদ রিফাত মনজুর, পিএসসি, অধিনায়ক ৩৭ বীর; লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস পরিচালক ও অধিনায়ক নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি); অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস; র‍্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ; কৈখালী কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রাসেল মিয়া।

এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল প্রমুখ।
সভায় বক্তারা দীর্ঘদিনের জলবায়ু সংকট, অবকাঠামোগত উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ছবি- শ্যামনগরের গাবুরা- পদ্মপুকুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

 

Geen reacties gevonden


News Card Generator