শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় বেসরকারী সংস্থা ব্রতীর আয়োজনে ৫০টি পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণে একহাজার লিটারের ট্যাংক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বুড়িগোয়ালিনী প্রকল্প অফিস চত্তরে নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিমিউনিটি (নাবিক) এর সহযোগিতায় পানির ট্যাংক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিসেস ফরিদা পারভীন, মোঃ মুনজুর হোসেন, উপকূলীয় প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রতীর এরিয়া ম্যানেজার মোঃ সাইফুর রহমান ,ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম, ডাঃ সামিয়া রশিদ, মাহমুদুল হাসান প্রমুখ।
সুপেয় পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন মরুভুমির বুকে তৃষ্ণার্ত পথিক জানে পানির কি মূল্য। ঠিক তেমনি উপকূলীয় সুন্দরবন সংলগ্ন গাবুরার মানুষও সেটা বুঝতে পারেন বছরের শুস্ক মৌসুমে। জলবায়ুর বিরুপ প্রভাবে নষ্ট হচ্ছে খাবার পানির পুকুর, তাছাড়া ভূগর্ভের পানিও পানযোগ্য নয়। এমন জনপদে বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক প্রান্তিক মানুষের উপকারে আসবে।
উল্লেখ্য যে, ব্রতী সমাজ কল্যাণ সংস্থার শিশু সুরক্ষা প্রকল্পের কর্ম এলাকা গাবুরার খাবার পানির ট্যাংক বিতরণ ছাড়াও খাবার পানির পুকুর খনন, শিশু পুনঃর্বাসন, আয়বৃদ্ধিমুলক কাজের উপকরণ বিতরণ, শিশু শিক্ষার পাঠশালা, ভাসমান স্বাস্থ্যসেবা কারযক্রম সহ মানবাধিকার ভিত্তিক কাজ করে আসছেন।
ছবি- শ্যামনগর দ্বীপ ইউনিয়ন গাবুরায় ব্রতীর বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ।