শ্যামনগরে তথ্য অধিকার দিবস পালিত
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ “পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত” এ স্লোগানকে সামনে নিয়ে রবিবার(২৮ সেপ্টেম্বর) সকালে উইক্যান ও নকশীকাঁথার আয়োজনে শ্যামনগর উপজেলায় তথ্য অধিকার দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। তথ্যই শক্তি, জানতে হবে, জানাতে হবে এবং অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তথ্য অধিকার আইন জনগণের একটি শক্তিশালী হাতিয়ার এসকল স্লোগান সম্বলিত লিফলেট, বিলবোর্ড হাতে নিয়ে র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে আলোচনাসভায় মিলিত হয়।
সাবেক অধ্যাপক শাহানা হামিদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় সভায় তথ্য অধিকার আইন বিষয়ে পত্র উপস্থাপন করেন শিক্ষক রনজিৎ বর্মন। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, উপজেলা তথ্য কর্মকর্তা বিউটি মন্ডল, সাবেক ইউপি সদস্য বেবি নাজনীন প্রমুখ।
বক্তারা বলেন রাষ্ট্রের জন্য তথ্য দরকার। দরিদ্র মানুষের সেবা সহজ করতে গেলে তথ্য অধিকার আইন সকলের জানা দরকার। তথ্যই শক্তি। প্রত্যেকের সঠিক তথ্য জেনে মানুষের কল্যাণে কাজ করার আহব্বান জানান। এছাড়া তথ্য জানতে নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করার বিষয়ে অবহিত করেন।
ছবি- শ্যামনগরে নকশীকাঁথার তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালী।