শ্যামনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রবিবার(১২ অক্টোবর) সকালে হাটছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ। ১২ অক্টোবর থেকে ১৮ দিন ব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম চলবে বলে জানা যায়।
ছবি- শ্যামনগরে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন