close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্যামনগরে সড়ক ও জনপথ বিভাগের গাছ কাটারত অবস্থায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্য..

Shahajan Hoshian avatar   
Shahajan Hoshian
শ্যামনগরে সড়ক ও জনপথ বিভাগের গাছ কাটারত অবস্থায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্য..

শ্যামনগরে সড়ক ও জনপথ বিভাগের গাছ কাটারত অবস্থায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু।

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে আলম শেখ (৫০) নামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ৩০ জুলাই বেলা আড়াইটার দিকে উপজেলা সদরের সোনামোড় নামক স্থানে রাস্তার পাশে গাছ কাটার সময় এ দূর্ঘটনা ঘটে। তিনি বগুড়া জেলার শেরপুর থানার জামুর গ্রামের তোমছের আলী শেখের পুত্র। 

 

থানা সূত্রমতে, ওই শ্রমিক সড়ক ও জনপদ বিভাগের অধীনে রাস্তার পাশে গাছ কাটার সময় অসাবধানবসত পা ফসকে নিচে পড়ে গিয়ে গুরত্বর আহত হয়। দ্রæত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ শাকির হোসেন মৃত ঘোষনা করেন। 

 

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ নিজ বাড়ীতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। 

 

 

نظری یافت نشد