শ্যামনগরে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেল ৫টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের কেন্দ্রস্থল নওয়াবেকী ইজিবাইক স্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আব্দুর রশিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল হামিদ, আটুলিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা মাহবুবুর রহমান, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান,আলী মুরতাজা প্রমুখ।
বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য সুবিধা নিশ্চিতের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান।
ছবি- শ্যামনগরে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।



















