শ্যামনগরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি হল ।
দেবীকে চোখের জলে বিদায় জানাতে মন্ডপে মন্ডপে ছিল ভক্তবৃন্দের উপস্থিতি। দুপুরের পর থেকে মন্ডপ গুলির নিজস্ব ব্যবস্থাপনায় পাশ্ববর্তী জলাশয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদ উৎসবের। তবে সাতক্ষীরার শ্যামনগরে অন্যান্য বছরের ন্যায় এবারও বিজয়া দশমীতে বড় বিসর্জন উৎসব অনুষ্ঠিত হয় খোলপেটুয়া নদীতে। বিসর্জন কার্যক্রমের নিরাপত্তায় পুলিশ, বিজিবি ও সেনা সদস্যবৃন্দ দায়িত্ব পালন করেন।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন দেবী দুর্গা। নিদিষ্ট তিথি পর্যন্ত থাকার পর আবার ফিরে যান কৈলাসে স্বামীর বাড়ীতে। দেবীর অবস্থানকালে এই পাঁচদিন ব্যাপী ভক্তরা দেবীর বন্দনা করে থাকেন। দশমী পুজার পর নারীরা সিঁদুর আদান প্রদানে অংশ গ্রহন করেন। বিশেষ করে দুর্গা মায়ের কপালে সনাতন ধর্মালম্বী নারীরা সিঁদুর নিবেদন করেন। এর পর নারীরা একে অপরের সিঁদুর মাখিয়ে জীবনের সমৃদ্ধি কামনা করেন। বিজয়া দশমীতে অনেক ভক্ত আনন্দ উৎসবের মধ্য দিয়ে চোখের জলে দেবী দুর্গা মাকে বিদায় জানান।
উপজেলার বৃহৎ বিসর্জন উৎসব অনুষ্ঠিত হয়েছে বুড়িগোয়ালিনী -আটুলিয়া-পদ্মপুকুর ইউপির প্রান্ত সীমা দিয়ে প্রবাহিত খোলপেটুয়া নদীতে। এখানে শত শত নৌকায় ভক্তরা বাদ্য বাজনা সহকারে প্রতিমা বিসর্জনে অংশ গ্রহণ করেন। এই তিনটি ইউপির দুর্গা মন্ডপের প্রতিমা গুলি সাধারণত খোলপেটুয়া নদীতে বিসর্জন দেওয়া হয়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে নদীর দুপাড়ে কয়েক হাজার দর্শক নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ এই আনন্দ উপভোগ করেন।
বৃহস্পতিবার বিকালে খোলপেটুয়া নদীর প্রতিমা বিসর্জন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হুসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর মোল্যা প্রমুখ।
শ্যামনগর উপজেলায় এবার মন্ডপ সংখ্যা ছিল ৭০টি । গতবছর ৬৫টি মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হয়েছিল। পাঁচদিন ব্যাপী সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এবং যথাযথ মর্যাদায় শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।
ছবি- শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনের চিত্র।