close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বীতায় উপকরণ বিতরণ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বীতায় উপকরণ সহায়তা প্রদান করা হয়।

শ্যামনগরে প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বীতায় উপকরণ বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ডাবলুডিডিএফের আয়োজনে বৃহস্পতিবার(২৩ অক্টোবর) জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার টেকনিক্যাল সাপোর্টে ও নিজস্ব কার্যালয়ে বিভিন্ন এলাকার প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বীতায় উপকরণ সহায়তা প্রদান করা হয়।

ডাবলুজিজি প্রকল্পের আওতায় আইডাবলুআরএডাবলু-এশিয়া পাসেফিকের অর্থায়নে ডাব্লিউডিডিএফের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টির সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় ১২ জন প্রতিবন্ধী নারীর মাঝে চাহিদা অনুযায়ী সেলাইমেশিন, মুদি সামগ্রী ও সিট কাপড় বিতরণ করা হয়।

প্রতিবন্ধী নারীদের জীবন মান উন্নয়নে এবং তাদের সমাজের মূল স্রোতধারায় একীভূত করার লক্ষে উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাব্লিউডিডিএফের কর্মসূচী সহ-সহায়ক সমন্বয়কারী শারমিন আক্তার দোলন, জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক  অষ্টমী মালো,গণমাধ্যমকর্মী, প্রতিবন্ধীনারী প্রমুখ। 

ছবি- শ্যামনগরে প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বীতায় উপকরণ বিতরণ করছেন অতিথিবৃন্দ।

 

No se encontraron comentarios


News Card Generator