close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্যামনগরে প্রতিবন্ধী নারী উপদেষ্টা কমিটির আলোচনা সভা 

Ranajit Barman avatar   
Ranajit Barman
প্রতিবন্ধী ব্যক্তিদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

 শ্যামনগরে প্রতিবন্ধী নারী উপদেষ্টা কমিটির আলোচনা সভা 

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী নারী উপদেষ্টা কমিটির সাথে সোমবার(১৩ অক্টোবর)জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার টেকনিক্যাল সাপোর্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ওমেন উইথ ডিজেবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে ও ওমেন ফান্ড এশিয়ার অর্থায়নে  সভায় উপজেলা ও স্থানীয় পর্যায়ের প্রতিবন্ধী নারী নেত্রী, মানবাধিকার কর্মী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে  
 প্রতিবন্ধী নারীদের অধিকার, প্রজনন স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব বিকাশ ও নীতি পর্যায়ে অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনাসভায় বক্তব্য রাখেন  সমাজকর্মী অশোক কুমার মন্ডল, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো, শিক্ষক রেনুক রানি বৈদ্য প্রমুখ।

বক্তারা বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। যারা দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি আছেন, তাদের জন্য সহজ ও সহায়ক পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। সভায় উপদেষ্টা কমিটির সদস্যরা ভবিষ্যতের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন ।

ছবি- শ্যামনগরে প্রতিবন্ধী নারী উপদেষ্টা কমিটির আলোচনা সভা ।

 

Aucun commentaire trouvé


News Card Generator