শ্যামনগরে পরিবেশ রক্ষায় অভিজ্ঞতা বিনিময় সভা
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রুপান্তরের আয়োজনে মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সুন্দরবনের পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রুপান্তর সাতক্ষীরার সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলডুমুর টুরিষ্ট পুলিশের এস আই দেবব্রত চিন্তাপুত্র ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির।
সভায় বক্তারা বলেন প্লাস্টিক ও পলিথিনের অযাচিত ব্যবহার সুন্দরবনের পরিবেশ ও প্রাণ বৈচিত্র্যের জন্য হুমকি। এর ফলে শুধু উদ্ভিদ নয় প্রাণীকুল মানুষও ক্ষতিগ্রস্থ হচ্ছে। সুন্দরবন শুধু বাংলাদেশের নয় গোটা বিশে^র মূল্যবান সম্পদ। একে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান।
ছবি- শ্যামনগরে পরিবেশ রক্ষায় অভিজ্ঞতা বিনিময় সভা।