শ্যামনগরে নারীদের স্বাবলম্বীতায় ছাগল পালন প্রশিক্ষণ
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ বৃহস্পতিবার(১৯জুন) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকশীকাঁথা মহিলা সংগঠনের বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ছাগল পালন প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ত্রিশ জন নারীর অংশ গ্রহণে ছাগলের পিপিআর রোগ, ভাইরাসজনিত রোগ সহ অন্যান্য রোগের লক্ষণ, প্রতিকার ও ছাগল পালনের বিভিন্ন দিক উল্লেখ করে প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ^াস। প্রশিক্ষণের উদ্বোধন করেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। এ সময় আরও উপস্থিত ছিলেন নকশীকাঁথার সমন্বয়কারী তপন কুমার কর্মকার প্রমুখ।
ছবি- শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে ছাগল পালন প্রশিক্ষণ।