close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে নারীদের ক্ষমতায়নে সিসিডিবি-এনগেজ প্রকল্পের প্রশিক্ষণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্পের উদ্যোগে নারীদের নেতৃত্ব ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্ব ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে সিসিডিবি-এনগেজ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার ও বৃহস্পতিবার, ৯ ও ১০ জুলাই ২০২৫ তারিখে, মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী। সহকারি প্রশিক্ষক হিসেবে ছিলেন কমিউনিটি অর্গানাইজার ইউরিদা আফরিন ও মেহেরুন ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ২০ জন সদস্য।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল উপকূলীয় এলাকায় অবহেলিত নারীদের নেতৃত্ব প্রদানের ক্ষমতা বৃদ্ধি করা এবং সমাজ সেবায় তাদের অবদান রাখতে সক্ষম করা। প্রশিক্ষণ শেষে নারী উন্নয়ন দলের সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

শত দল নারী উন্নয়ন দলের সদস্য কবিতা রানী হালদার বলেন, 'আজকের প্রশিক্ষণ থেকে আমরা শিখেছি সংগঠন কী এবং একটি সংগঠন কীভাবে পরিচালনা করতে হয়।' জবা নারী উন্নয়ন দলের সভাপতি অপর্ণা মল্লিক বলেন, 'আমরা আজকে শিখেছি সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে। এই প্রশিক্ষণ করে আমাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে।'

মেঘনা নারী উন্নয়ন দলের সদস্য মুক্তা পারভীন বলেন, 'আজকের প্রশিক্ষণ থেকে আমরা শিখেছি কিভাবে একটি সংগঠন করতে হবে এবং সেটি কিভাবে পরিচালনা করতে হবে। আমরা সংগঠন করতাম কিন্তু এভাবে বিস্তারিত কখনো জানতাম না। আমরা সবই জানা জিনিস আজ নতুন করে শিখেছি। সিসিডিবি এনগেজ প্রকল্পকে ধন্যবাদ আমাদের জন্য এই উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য।'

এই প্রশিক্ষণ নারীদের মধ্যে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটাতে সহায়ক হয়েছে। সিসিডিবি-এনগেজ প্রকল্পের এই উদ্যোগ নারীদের সমাজে সক্রিয় ভূমিকা পালন করতে উৎসাহিত করবে। এই ধরনের প্রশিক্ষণ নারীদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখে এবং সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম। ভবিষ্যতে আরও এমন উদ্যোগ গ্রহণ করা হলে নারীদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে এবং সমাজে তাদের অবস্থান আরও সুদৃঢ় হবে।

コメントがありません