শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তি
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার(২৭ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তি করা হয়।
পোনামাছ অবমুক্তি করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তৌহিদ হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, মৎস্য অধিদপ্তরের উধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.শফিকুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান,উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্ত প্রমুখ।
জানা যায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৪৫০ কেজি রুই জাতীয় পোনামাছ উপজেলা ৪৪টি প্রতিষ্ঠানে অবমুক্তি করা হয়েছে। এ সকল প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান।
ছবি- শ্যামনগর মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তি করছেন উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন।