শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তি

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার(২৭ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তি করা হয়।..

শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তি

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার(২৭ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তি করা হয়।

পোনামাছ অবমুক্তি করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তৌহিদ হাসান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, মৎস্য অধিদপ্তরের উধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.শফিকুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান,উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্ত প্রমুখ।
জানা যায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৪৫০ কেজি রুই জাতীয় পোনামাছ উপজেলা ৪৪টি প্রতিষ্ঠানে অবমুক্তি করা হয়েছে। এ সকল প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান।

ছবি- শ্যামনগর মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তি করছেন উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন।

 

 

No comments found