শ্যামনগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
২০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়িকে শ্যামনগরে গ্রেফতার করা হয়েছে

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: শ্যামনগরে ২০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গত শুক্রবার (২৫ এপ্রিল '২৫) গভীর রাতে সাতক্ষীরার শ্যামনগরের বংশীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের ইসরাফিল গাজীর ছেলে ফারুক হোসেন (৩০)। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে শনিবার (২৬ এপ্রিল '২৫) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Keine Kommentare gefunden