close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল গঠন

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(২৮ আগষ্ট উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল(সিআরএজি) গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।..

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল গঠন

রনজিৎ বর্মন  শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(২৮ আগষ্ট উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল(সিআরএজি) গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারী সংস্থা উত্তরণের আয়োজনে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে ও উত্তরণ প্রধান কার্যালয়ের কর্মকর্তা মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল গঠন(সিআরএজি) করা হয়।

 স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আইনজীবি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মৎস্যজীবি সংগঠন, জনপ্রতিনিধি, নারী প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠী সহ অন্যান্যদের অংশ গ্রহণে সিআরএজির উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে সভাপতি ও লাকী আক্তারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দল গঠন করা হয়।

দল গঠনের পূর্বে উত্তরণের পক্ষ থেকে প্রকল্প সহ উত্তরণের বিভিন্ন কর্মসূচি নিয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রেজেন্টটেশন উপস্থাপন করা হয়।

সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহানা হামিদ, আবুল হোসেন, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, শ্যামনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, সাংবাদিক আবু সাইদ, আইনজীবি এ্যাড. জি এম মুনসুর রহমান, সিডিওর পরিচালক গাজী আল ইমরান,  শিক্ষক মহসীন আলম, ইউপি সদস্য আব্দুর রশিদ, লাকী আক্তার, সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, উত্তরণ শ্যামনগরের কর্মকর্তা নাজমা আক্তার, আমিনুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ।

সভায় প্রকল্পের লক্ষ্য সম্পর্কে বলা হয় জলবায়ু অভিবাসী জনগোষ্ঠী এবং বাস্তুচ্যুতির ঝুঁকিতে থাকা পরিবার গুলির সরকারি সম্পত্তি ও বিভিন্ন সরকারি সেবায় অভিগম্যতা নিশ্চিতের মাধ্যমে তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সহযোগিতা করা।

ছবি- শ্যামনগরে জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল গঠন উপলক্ষে সভা।

 

कोई टिप्पणी नहीं मिली