close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্যামনগরে জামায়াতের বুথ ভিত্তিক এজেন্ট সম্মেলন  

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

শ্যামনগরে জামায়াতের বুথ ভিত্তিক এজেন্ট সম্মেলন  

রনজিৎ বর্মন  শ্যামনগর (সাতক্ষীরা)  প্রতিনিধিঃ  আগামী ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার 
 শ্যামনগরে জামায়াতে ইসলামী শ্যামনগর শাখার উদ্যোগে বুথ ভিত্তিক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চলনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি  মাওলানা অজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তৃব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
 এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামাযাতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুল মজিদ, সাবেক উপজেলা আমীর আব্দুল জলিল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল হামিদ, মো: মহসিন আলম প্রমুখ।

ছবি- শ্যামনগরে জামায়াতের বুথ ভিত্তিক এজেন্ট সম্মেলন 

 

No comments found


News Card Generator