close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্যামনগরে ফ্রি স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প

Ranajit Barman avatar   
Ranajit Barman
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে।..

শ্যামনগরে ফ্রি স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার(২৯ জুলাই ) নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার  লক্ষ্যে লিডার্স-এর উদ্যোগে 
 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  পদ্মপুকুর ইউনিয়নে ঝাপার এভারগ্রিম যুব সংঘে বিনামূল্যে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক নারী, শিশু ও  কিশোরীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

 ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউপি সদস্য তপন কুমার মন্ডল ও এভারগ্রীন যুব সংঘের সভাপতি  রঞ্জিত কুমার রপ্তান।
 চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ  ডাঃ মাহফুজা আলম মুক্তা (এমবিবিএস)।   
 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন, লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিরন্ময় সরদার সহ স্থানীয় নারী ও কিশোরীবৃন্দ।

 বক্তরা বলেন  দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী ও মাতৃস্বাস্থ্য সেবা সহজলভ্য করতে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়েছে। গ্রামের অনেক নারী এখনো সচেতনতার অভাবে কিংবা আর্থিক সমস্যার কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। এই ক্যাম্পের মাধ্যমে তাদের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণের জন্য তিনি লিডার্সকে ধন্যবাদ জানান।

 ক্যাম্পে উপস্থিত নারীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরন হয়।

ছবি- শ্যামনগর পদ্মপুকুর লিডার্সের ফ্রি মাতৃসেবা স্বাস্থ্য ক্যাম্প।  

 

No comments found