close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্যামনগরে ফিলিস্তিনের মুক্তি কামনায় যুব সমাবেশ

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজার অবরুদ্ধ মানুষের মুক্তি কামনায় এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ..

শ্যামনগরে ফিলিস্তিনের মুক্তি কামনায় যুব সমাবেশ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজার অবরুদ্ধ মানুষের মুক্তি কামনায় এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (০৩ অক্টোবর) জুম্মার নামাজের পর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গি তে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম এবং স্থানীয় যুবদের উদ্যোগে এ সমাবেশে শতাধিক মানুষ অংশ নেন। 

এসএসএসটি'র সদস্য সচিব মো. সাইদুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হাওয়ালভাঙ্গি বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ আব্দুর রহমান,  মসজিদের কোষাধ্যক্ষ মো. রাসেল হোসেন, এসএসএসটির সিনিয়র ভলান্টিয়ার মোহাম্মদ জাহিদ, মাসুদ রানা, মোস্তাফিজুর রহমান, রাশিদুল ইসলাম, রকিবুল হাসান প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও জাতিসংঘের ঘোষণাপত্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণ দমন-পীড়ন ও অবরোধের শিকার হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ফ্লোটিলা নৌবহরে মানবিক সহায়তা বহনকারী বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা বিশ্ববিবেককে হতবাক করেছে। এই হামলা কেবল মানবাধিকারেরই নয়, মানবতারও চরম লঙ্ঘন।

সমাবেশের এক পর্যায়ে সংহতি জানিয়ে যোগ দেন আটুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আল মুজাহিদ তুহিন ও নেতৃবৃন্দ। 

বক্তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে গণআন্দোলন শুরু হয়েছে। বাংলাদেশও সেই আন্দোলনের অংশ। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজার অবরোধ অবসানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ মিছিল বের করেন। মিছিলে "ফিলিস্তিনের মুক্তি চাই", "গাজার অবরোধ অবসান করো", "মানবতার জয় হোক" ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

ছবি- শ্যামনগরে ফিলিস্তিনের মুক্তি কামনায় যুব সমাবেশ।

 

No comments found


News Card Generator