শ্যামনগরে এইচএসসিতে পাশের হার ৩৯.৭০% ও আলিমে পাশের ৬৯%
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাশের ৩৯.৭০%, আলিম পরীক্ষায় পাশের হার ৬৯ % ও এইচএসসি বিএমটি পরীক্ষায় পাশের ৩৫.০৮%।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান জানান, এইচএসসি পরীক্ষায় উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩৭০ জন। এর মধ্যে পাশ করেছে ৫৪৪ জন। ফেল করেছে ৮১৬ জন। এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ জন। শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী ফলাফলে দেখা যায় নওয়াবেঁকী মহাবিদ্যালয় পাশের হার ৬৪.৪৯%, ভূরুলিয়া সিরাজপুর স্কুল এন্ড কলেজ ৬১.২৯%, কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ ৫০%, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় ৪৫.৮৩%, শ্যামনগর সরকারি মহসীন কলেজ ৪১.১৭%, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ ৩৯.৭১%, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয় ২৫.৬৮%, আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজ ২১.৭৩ %,বুড়িগোয়ালিনী গাবুরা কলেজ ১২.৮২% ও এ,কে ফজলুল হক এমসিএ কলেজ ০৫.৫৫%। ১১ জন শিক্ষার্থী এ+ পেয়েছেন শ্যামনগর সরকারি মহসীন কলেজ থেকে।
উপজেলায় আলিম পরীক্ষার্থী ছিল ৪১২ জন এর মধ্যে পাশ করেছে ২৮৪ জন। এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬ জন। ফেল করেছে ১০১ জন। পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ২৭ জন। প্রতিষ্ঠানুযায়ী পাশের হার পাতাখালী ফাজিল মাদ্রাসা ৮৬%, নওয়াবেঁকী বিড়ালাক্ষাী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা ৬৪%, গুমানতলী ফাজিল মাদ্রাসা ৭০%, আবাদচন্ডিপুর দাঃ সুন্নাত আলিম মাদ্রাসা ৫০%, জয়নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসা ৭১%, ফয়সালাবাদ মুস্তফাবিয়া আলিম মাদ্রাসা ৬১ %, চাঁদনীমুখা পিজে আলিম মাদ্রাসা ৬০%, দরগাহপুর নকিমউদ্দীন ফাজিল মাদ্রাসা ৮২%, শ্যামনগর কেন্দ্রিয় দাঃ সুঃ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ৭৬% ও কাশিমাড়ী মহিলা ফাজিল মাদ্রাসা ৬১%।
শ্যামনগর উপজেলায় এইচএসসি (বিএমটি) দ্বাদশ শ্রেণির চুড়ান্ত পরীক্ষায় ৩ কলেজের মোট পরীক্ষার্থী ১৭১ জন। পাশ করেছে ৬০ জন। ফেল করেছে ১১১ জন। প্রতিষ্ঠানুযায়ী ফলাফল হল মালঞ্চল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ পাশের হার ২৮.৮১%, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় ২৮.৫৭% ও শ্যামনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ৪১.৬৬%।
উপজেলায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ নাই।