শ্যামনগরে দাখিলে দুটি মাদ্রাসা থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ২৩ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুটি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি।..

শ্যামনগরে দাখিলে দুটি মাদ্রাসা থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী  ৩৫টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুটি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান জানান শূণ্য পাশ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান দুটি হল বি,এস,ডি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা ও নুরনগর মহিলা দাখিল মাদ্রাসা।

বি,এস,ডি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ছিল ১৯ জন এবং অকৃতকার্য ১৯ জন ও নুরনগর মহিলা দাখিল মাদ্রাসায় মোট দাখিল পরীক্ষার্থী ছিল ১৮ জন এর মধ্যে অংশগ্রহণ করে ১৫ জন। অনুপস্থিত ছিল ৩ জন। অংশগ্রহণকারী ১৫ জনের মধ্যে কোন শিক্ষার্থী পাশ করেনি। 

উপজেলা একাডেমিক সুপারভাইজার আরও জানান দাখিল পরীক্ষায় মোট এ+প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯ জন। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০১০ জন। মোট পাশ করেছে ৪৮৮ জন। এফ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৮৬ জন। শতভাগ পাশ প্রতিষ্ঠান একটি। শতভাগ পাশ প্রতিষ্ঠানটি হল বিড়ালহ্মী মহিলা দাখিল মাদ্রাসা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩ জন ও পাশও ২৩ জন।

এ+প্রাপ্ত প্রতিষ্ঠান গুলি হল গাবুরা দারুসসুন্নাত দাখিল মাদ্রাসা এ+ প্রাপ্তের সংখ্যা ৩ জন, পাতাখালি ফাজিল মাদ্রাসা ২ জন, বিড়ালাহ্মী মহিলা দাখিল মাদ্রাসায় ১ জন, জয়নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসায় ২ জন ও চালিতাঘাটা মহিলা দাখিল মাদ্রাসায় ১ জন। 

 

Không có bình luận nào được tìm thấy