শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Ranajit Barman avatar   
Ranajit Barman
র‌্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।..

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যাকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জি এম ওসমান গণি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী আল ইমরান,  শ্যামনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা আকবর হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রভাষক রাফসান জানি, সিপিপি কর্মকর্তাবৃন্দ, ইউপি চোরম্যানবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন শ্যামনগর উপজেলা দুর্যোগ কেন্দ্রিক হওয়ায় সব সময় মানুষকে দুর্যোগের মুখোমুখি হতে হয়। প্রাকৃতিক দুর্যোগ কমাতে হলে মানবসৃষ্ট দুর্যোগ কমাতে হবে। সঠিক পরিকল্পনা, জনগণের অংশ গ্রহণ আর সমন্বিত উদ্যোগই পারে বাংলাদেশের উপকূলকে টেকসই সুরক্ষার পথে এগিয়ে নিতে।

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালী।

 

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator