close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান উন্নীতকরণে মতবিনিময়সভা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলায় আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান উন্নীতকরণে এক মতবিনিময়সভার আয়োজন করা হয়।..

শ্যামনগরে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান উন্নীতকরণে মতবিনিময়সভা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলায় আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান উন্নীতকরণে এক মতবিনিময়সভার আয়োজন করা হয়।

মতবিনিময়সভার সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন বলেন উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি কলেজ সহ মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণ করা হবে। এক্ষেত্রে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি প্রশ্নপত্র পূরণ পুর্বক আবেদন করার কথা বলেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের যাচাই বাছাই কমিটি কর্তৃক মানদন্ডের উপর ভিত্তি করে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করা হবে। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রকাশ কুমার, শ্যামনগর সরকারি মহসীন কলেজের শিক্ষক রাফসান জনি, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, নওয়াবেঁকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন নাহার, হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, পাতাখালী মাদ্রাসার শিক্ষক আতিকুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী ৪ আগষ্ট উপজেলায় একহাজার শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে মিট দ্যা স্টুডেন্ট প্রোগ্রামের একটি কমিটি গঠন করা হয়।

ছবি- শ্যামনগরে  আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান উন্নীতকরণে মতবিনিময়সভায় সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।

 

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator