close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেবা চালু..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার (২৪ আগস্ট) থেকে গর্ভবতী মায়েদের সিজারিয়ান অপারেশন (সিজার) সেবা চালু করা হয়েছে।..

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেবা চালু

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার (২৪ আগস্ট) থেকে গর্ভবতী মায়েদের সিজারিয়ান অপারেশন (সিজার) সেবা চালু করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এতদিন এই এলাকায় সিজার সেবা না থাকায় গর্ভবতী মায়েদের দূরবর্তী জেলা শহর বা বেসরকারি ক্লিনিকে যেতে হতো। ফলে অনেক সময় ঝুঁকি ও ব্যয় বেড়ে যেত।

উদ্বোধনী দিনে চিকিৎসক ও নার্সদের একটি বিশেষ টিম প্রথম সিজার অপারেশন সম্পন্ন করেন। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, এটি আমাদের এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সেবা চালুর ফলে মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুহার হ্রাস পাবে এবং সাধারণ মানুষ স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা পাবেন।

স্বাস্থসেবা নিতে আসা গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া এলাকার আব্দুর রহমান এর কাছে সেবার মান উন্নয়ন বিষয় জানতে চাইলে তিনি বলেন, শ্যামনগরে বেসরকারি ক্লিনিকগুলো যেভাবে আমাদের কাছ থেকে জুলুম করে অর্থ আদায় করে সেবার নাম করে, এ সেবা চালুর ফলে ক্লিনিকগুলোর হাত থেকে বাঁচার সুযোগ করে দিয়েছে উপজেলা সাস্থ কমপ্লেক্স। ধন্যবাদ জানিয়ে আব্দুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেভাবে উন্নত মানের সেবা প্রদান করা হচ্ছে আমরা এতে অনেক খুশি।

ছবি- শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।  

 

没有找到评论