close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ক্লিনিকে দুদকের অভিযানে আটক ৭ দালাল..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে সাতজন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন।..

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ক্লিনিকে দুদকের অভিযানে আটক ৭ দালাল

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে সাতজন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন।

 মঙ্গলবার(১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৭জন দালালকে আটক করা হয়।

 আটককৃতদের শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দালাল সাগর হোসেন রণি(২০), মিলন কুমার ঘোষ (১৮), রেজাউল গাজী (৪২) ও আল মামুন বাদশা (২৫) প্রত্যেককে দুইশতটাকা জরিমানা করা সহ ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এবং অচিন্ত কুমার বৈদ্য (৪৪), প্রসেনজিৎ কুমার মন্ডল (৩১) ও মর্জিনা বেগম(৬০) কে দুইশত টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

খুলনা সমন্বিত জেলা দুদকের সহকারী পরিচালক মোঃ জাহিদ ফজল বলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসকরা রোগী রেফার করে প্যাথলজি ও ক্লিনিকে পাঠান এবং দালালদের মাধ্যমে হাসপাতাল থেকে রোগীদের নিয়ে হাসপাতালের পাশের বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাওয়া ও হাসপাতালের পরিবেশ সহ সার্বিক বিষয়ে অভিযোগছিল। তারই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন প্রাথমিকভাবে রোগীদের রেফার করার সত্যতা পাওয়া যায় এবং হাসপাতাল থেকে সাত দালালকে হাতে নাতে আটক করা হয়। এছাড়া কয়েকটি প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থেকে কাগজপত্র সংগ্রহ করেছেন বলে জানান। কমিশনকে বিষয়টি জানাবেন এবং জানানোর পর দুদক সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

ছবি- শ্যামনগর হাসপাতালে দুদকের অভিযান।

 

Nessun commento trovato


News Card Generator