close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শিরোপার জন্য সাউথ আফ্রিকার দরকার ২৮২ রান

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন মাত্র ২৮২ রান। ম্যাচের রিপোর্ট লেখার সময় পর্যন্ত দলটির প্রয়োজন ছিল আরও ২০৭ রান।..

প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ২১২ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসেও নিজেদের আধিপত্য ধরে রাখে প্রোটিয়া বোলাররা। এবারও অজিরা থামে মাত্র ২০৭ রানে। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮২ রান।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করেছিল ১৪৪ রান। তৃতীয় দিনের সকালে তারা যোগ করে মাত্র ৬৩ রান, অলআউট হয়ে যায় ২০৭ রানে। অস্ট্রেলিয়ার ইনিংসে একমাত্র প্রতিরোধ ছিলেন মিচেল স্টার্ক। ১৩৬ বল খেলে ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে গড়েন ৫৯ রানের গুরুত্বপূর্ণ জুটি।

অস্ট্রেলিয়া যদি ম্যাচ জেতে, তাহলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলবে তারা। এর আগে ২০১৯-২১ চক্রে প্রথম শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এরপর গত চক্রে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

অন্যদিকে, এবারই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা। ইতিহাস গড়ার পথে তারা কি পারবে শিরোপার খরা কাটাতে? উত্তরের জন্য অপেক্ষা শুধু সময়ের।

Inga kommentarer hittades