close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শিল্পপাড়া ক্ষুদে খেলোয়াড়দের মাঝে জামায়াতের ফুটবল বিতরণ ..

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগান সামনে রেখে যুবসমাজকে ক্রীড়ামুখী করতে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাড়ইপাড়া জামায়াতের উদ্যোগে ফুটবল বিতরণ করা হয়।

 

আজ (১৬ জুন) সোমবার বিকালে শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নে শিল্পপাড়ায় ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফুটবল বিতরণ করা হয়।

 

এইসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোঃ আব্দুস সামাদ, সহ-সভাপতি সরোয়ার জাহান (বালা) ,সেক্রেটারি মোঃ মেহেদী হাসান (মুন), বয়জ্যেষ্ঠ মোঃ মোজাম্মেল হক (নয়া) , ৩নং ওয়ার্ড ছাত্রশিবিরের বাইতুল মাল সম্পাদক আব্দুর রহমান,বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির শিবগঞ্জ উপজেলা শাখার অর্থবিষয়ক সমন্বয় আল আমিন , বাংলাদেশ বন্ধু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম। ক্ষুদে খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন, আইজুল, তুহিন , নাঈম , আরমান, লিমন , রব্বানী, সৌরভ সহ আরো অনেকেই।

 

এইসময় ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মেহেদী হাসান মুন বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও ভুল পথ থেকে দূরে রাখতে সাহায্য করে। আমরা চাই আমাদের ক্ষুদে খেলোয়াড়রা শৃঙ্খলা, স্বাস্থ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে বড় হয়ে উঠুক। এই উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাআল্লাহ।

Ingen kommentarer fundet


News Card Generator