চাকসু নির্বাচন: চারুকলা হোস্টেলে ভোট গণনা সম্পন্ন, এজিএস পদে ছাত্রদল প্রার্থী এগিয়ে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল (চারুকলা হোস্টেল) কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। মোট ১২৪টি ভোট কাস্ট হয় এ কেন্দ্রে।
মূল সংসদের প্রাথমিক ফলাফল অনুযায়ী—
ভিপি পদে সাজ্জাদ হোসেন হৃদয় ৩৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম রনি পেয়েছেন ২৭ ভোট এবং ধ্রুব বড়ুয়া পেয়েছেন ২৬ ভোট।
জিএস পদে ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে আছেন সুদর্শন চাকমা, যিনি পেয়েছেন ২৯ ভোট। অন্যদিকে সাঈদ বিন হাবিব (শিবির) পেয়েছেন ২৮ ভোট এবং শাফায়াত (ছাত্রদল) পেয়েছেন ২৪ ভোট।
এজিএস পদে তৌফিক (ছাত্রদল) পেয়েছেন সর্বোচ্চ ৩৮ ভোট, যা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন মুন্না (শিবির)-এর প্রাপ্ত ১১ ভোটের চেয়ে অনেক বেশি।
চাকসু নির্বাচনের এই ফলাফল চারুকলা হোস্টেলের ভোটারদের অংশগ্রহণে এক প্রাণবন্ত প্রতিযোগিতার ইঙ্গিত দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের ভোট গণনা এখনো চলছে।
📌 উল্লেখ্য, বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়