এক দেশে শিক্ষকরা মার খায়—আর খুনিরা, চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়!
এ কেমন রাষ্ট্রব্যবস্থা?
এ কেমন আইনশৃঙ্খলা, যেখানে নিরস্ত্র শিক্ষকরা রাস্তায় পেটানো হয়, অথচ ক্ষমতার দালানগুলোয় নিঃশব্দে হাসে অপরাধীরা?
গত ১২ তারিখ এমপিওভুক্ত শিক্ষকদের উপর বর্বর হামলার ক্ষত শুকাতে না শুকাতেই এবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন—এ যেন রাষ্ট্রের বিবেকহীনতার নগ্ন প্রকাশ।
শিক্ষকরা যারা কলম ধরেন, মন গড়েন, সেই হাতেই আজ লাঠির দাগ!
এ লজ্জা কার? এ দায়ই বা কে নেবে?
যে রাষ্ট্র নিজের শিক্ষককে সম্মান দিতে জানে না, সেই রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া কিছু নয়।
আমরা এবতেদায়ী শিক্ষকদের উপর এই ধারাবাহিক বর্বর হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রশ্ন রাখি—
যে রাষ্ট্রের পুলিশ শিক্ষকের রক্তে হাত রাঙায়, সে রাষ্ট্রের ভবিষ্যৎ কে গড়বে?
মো: তানজিম হোসাইন
আহ্বায়ক, বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC)



















