শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :
হেফাজতের আল্টিমেটামের পর নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেক শিক্ষার্থী এ সিদ্ধান্তের বিরোধিতা করে স্পষ্টভাবে জানিয়েছেন, তারা নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে দেখতে চান না।
সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানের সম্মুখ ভাইরাল নেত্রী ঝুমা মারিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর আইডিতে লিখেছেন "ইসলাম বিদ্বেষ,ধর্মদ্রোহীতা কর্মকাণ্ডের কারনে নরসিংদী ছাত্রী ছাত্রী ও সাধারণ জনতার আন্দোলনের মাধ্যমে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে।
সে তার লেখা বই “হিস্যা” তে ইসলাম নিয়ে কটুক্তি করার কারনে নরসিংদী জনতার তোপের মুখে শিক্ষা বোর্ড তাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করে।
আমরা সাতক্ষীরার মানুষ চাই না কোন ইসলামের শত্রুকে সাতক্ষীরা সরকারি কলেজে ঠাই দিতে"।
অপর এক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস লিখেছে
''এই না*স্তিক, ধর্ম*বিরোধী অধ্যাপক নাদিরা ইয়াসমিন যেন কোন ভাবেই সাতক্ষীরা সরকারি কলেজে বসতে না পারে! ইসলামী বিদ্বেষী কর্মকান্ডের কারণে তুমুল আন্দোলনের মুখে তাকে নরসিংদী থেকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলী করা হয়েছে।
সুতরাং তাকে যদি বাংলা ডিপার্টমেন্টে বসার সুযোগ করে দেওয়া হয় তাহলে সাতক্ষীরা সরকারি কলেজের সকল শিক্ষার্থীরা আঙ্গুল বাঁকা করে কিভাবে বের করে দিতে হয় সেটা কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে প্রস্তুত"।
এছাড়া সাতক্ষীরার শিক্ষার্থীরা মনে করছে এই বদলির সিদ্ধান্ত জনমতের প্রতিফলন নয়, বরং চাপের কাছে নতি স্বীকার’। ফেসবুকে কেউ কেউ নাদিরা ইয়াসমিনকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে তাঁর সাতক্ষীরায় যোগদান রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলা বিভাগের এক শিক্ষার্থী লিখেছেন, এই নাস্তিককে আমি আমার বাংলা ডিপার্টমেন্টে দেখতে চাই না। সাতক্ষীরা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল করার জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।
এ প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৭ মে '২৫) সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনারে একত্রিত হয়ে অধ্যক্ষ বরাবর দরখাস্ত দেবে বলে জানিয়েছে।