close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Pakistan’s Commerce Minister Jam Kamal Khan has announced the launch of direct flights between Bangladesh and Pakistan soon, aiming to boost trade and investment ties between the two nations.

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিলেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে দুই দেশ নতুন অধ্যায়ে প্রবেশ করছে।

খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনায় পাকিস্তানের সফররত বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এ তথ্য জানান। এই ঘোষণা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ ও বাণিজ্য ঘাটতি দূর করতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জানান, শুধু বিমান যোগাযোগ নয়, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ একাধিক খাতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। তিনি বলেন, “আগামী ২৪ আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চুক্তি স্বাক্ষরিত হবে। এর মাধ্যমে দ্রুত বাণিজ্য ও বিনিয়োগের জন্য রোডম্যাপ প্রণয়ন করা হবে।”

জাম কামাল খান আরও উল্লেখ করেন, দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং জয়েন্ট ইকোনমিক কমিশন একসঙ্গে কাজ করবে। এর পাশাপাশি চট্টগ্রাম ও করাচির মধ্যে সরাসরি ফিডার সার্ভিস চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সমুদ্রপথের পণ্য পরিবহনে লাভজনক ভূমিকা রাখবে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হলে ব্যবসায়িক ও সামাজিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, এ উদ্যোগ শুধু পণ্য বিনিময়ের গতি বাড়াবে না, বরং পর্যটন খাত ও জনগণের পারস্পরিক যোগাযোগেও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর এই ধরনের ঘোষণা দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

দুই দেশের ব্যবসায়ী মহলও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, বিমান যোগাযোগ চালু হলে আমদানি-রপ্তানির খরচ ও সময় কমবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতি দেবে। বিশেষ করে তৈরি পোশাক, কৃষিজাত পণ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে।

এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষ—সবার জন্যই এটি হতে পারে নতুন সম্ভাবনার দ্বার।

No comments found