close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ১৯ মাস ধরে অনুপস্থিত, শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত..

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা পারভীন দীর্ঘ ১৯ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এতে করে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে, আর অভিভাবকদের মাঝে বিরাজ করছে চরম উদ্বেগ।

 

জানা গেছে, শিক্ষক সুলতানা পারভীন ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত। তার এই দীর্ঘ অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অভিভাবকরা দ্রুত এই শুন্য পদে নতুন শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র মোদক জানান, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে একাধিকবার লিখিতভাবে অবহিত করা হয়েছে।

 

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুন্নাহার বলেন, "নতুন শিক্ষক নিয়োগ হলে ওই পদে উপযুক্ত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অভিযুক্ত শিক্ষকের বেতন কার্যক্রম ইতোমধ্যেই বন্ধ রাখা হয়েছে।"

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, "উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষার কার্যক্রম সচল রাখার বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।"

 

শিবগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, অভিযুক্ত শিক্ষিকা সুলতানা পারভীন ও তার স্বামী জাহাঙ্গীর হোসেন বিভিন্ন এলাকায় 'দেশবন্ধু' নামের এনজিও, এজেন্ট ব্যাংক, রেস্তোরাঁ ও শপিংমল পরিচালনার নামে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং বর্তমানে দু’জনেই পলাতক রয়েছেন।

 

এলাকার কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি অভিযোগ করেন, কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় তারা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন, ফলে অনেক মানুষ আজ পথে বসেছেন।

Aucun commentaire trouvé