বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ও সৈয়দপুর ইউনিয়নের মধ্যবর্তী গাংনগর বাজারে মঙ্গলবার (২৯ এপ্রিল) মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গণসংযোগে সংগঠনের নেতাকর্মীরা জামায়াতের ৩ দফা দাওয়াত ও ৪ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরেন। একই সঙ্গে যারা এসব কর্মসূচির সাথে একমত পোষণ করেন, তাদেরকে ‘সমর্থক ফরম’ পূরণের মাধ্যমে সংগঠনের ছায়াতলে আসার আহ্বান জানানো হয়।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। তিনি বলেন, “আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নিয়মিতভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইসলামের শান্তির বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য সাজেদুর রহমান জুয়েল, দেউলি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আমিরুল ইসলাম, ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মামুনুর রশিদসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই কর্মসূচিকে ঘিরে বাজার এলাকায় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।



















