শিবগঞ্জে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পথসভা: “আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না”..

আরিফুল ইসলাম, বগুড়া avatar   
আরিফুল ইসলাম, বগুড়া
****

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় এক জনবহুল পথসভায় বক্তব্য রাখেন। তিনি স্পষ্ট ঘোষণা দেন, “আমাদের কথা স্পষ্ট—আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না।”

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মোকামতলা হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই পথসভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমপি নির্বাচিত হলে সরকারি কোনো গাড়ি বা ফ্ল্যাট নেব না। গাড়ি কেনার টাকা না থাকলে রিকশায় চড়ব, মোটরসাইকেলে চড়ব, তাও না থাকলে পায়ে হেঁটে আপনাদের সঙ্গে চলবো, তবুও জনগণের টাকায় গাড়ি নেব না।” 

তিনি আরও বলেন, “আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতেও দেব না। যে অপরাধে সাধারণ মানুষ শাস্তি পায়, সেই অপরাধে প্রেসিডেন্ট বা আমি নিজেও রেহাই পাব না। বিচারের আওতায় আসতে হবে।”

তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বলেন, “ন্যায়বিচার নিশ্চিত হলে রাস্তায় নামতে হবে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে চলবে, আইন চলবে নিজস্ব গতিতে। বিচারের দীর্ঘ সংস্কৃতি কেটে দেব। কোনো রাজনীতিবিদ বিচারকে প্রভাবিত করার দুঃসাহস দেখাবে না।”

২০২৪ সালের আগস্ট মাসের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “৯৬ ঘণ্টা বাংলাদেশে কোনো সরকার, পুলিশ, র‌্যাব, বিজিবি ছিল না। শুধু সেনাবাহিনী টহল দিয়েছে। তবু কোনো ব্যাংক ডাকাতি, ধর্ষণ বা লুটপাট হয়নি। কারণ আমাদের বাংলাদেশের মানুষ দায়িত্বশীল ও দেশপ্রেমিক। প্রত্যেক নাগরিক সেদিন পাহারাদার হয়ে উঠেছিল। এমন দেশ বিশ্বে কোথায়? শুধু মাথা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। এই মাথা হলো রাজনীতি, আর রাজনীতিবিদরা। পঁচা জায়গাটা সুস্থ করলেই গোটা দেশ সুন্দর হবে ইনশাআল্লাহ।”

তিনি নির্বাচনকে পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করে বলেন, “১২ ফেব্রুয়ারি আমরা গণভোটে হ্যাঁ বলব। আমাদের স্লোগান—‘আমরাই বাংলাদেশ’। হ্যাঁ মানে আমাদের প্রিয় বাংলাদেশ। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। দশ দল মানে বাংলাদেশের ঐক্যের সুর। নির্বাচিত হলে সবাই মিলে দেশ গড়তে চাই। আমরা ক্ষমতার কাঙাল নই, মানুষের সেবার কাঙাল। দেশের মালিক নয়, সেবক হব ইনশাআল্লাহ।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

পথসভায় ব্যাপক জনসমাগম ঘটে এবং দাঁড়িপাল্লা মার্কার পক্ষে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আসন্ন নির্বাচনে জামায়াতের প্রার্থীরা ন্যায়, সততা ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে জনগণের দোয়া কামনা করছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator