close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শিবালয়ে পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

Asraful Alam avatar   
Asraful Alam
আশরাফুল আলম
মাল্টিমিডিয়া রিপোর্টার,ঢাকা

শিবালয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ ২ রাউন্ড গুলি উদ্ধার

 

 

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি চাইনিজ রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আরুয়া ইউনিয়নের দরিকান্দি খালপাড় মসজিদের পাশের বাঁশঝার থেকে এসব উদ্ধার করা হয়। 

 

 

 

শিবালয় থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

 

 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আজম জানান, সেনাবাহিনীর সরবরাহ করা গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে সাদা কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিও পাওয়া যায়।

 

 

 

পুলিশ জানায়, উদ্ধারকৃত রিভলবারের গায়ে ইংরেজিতে ‘MADE IN CHINA’ খোদাই করা রয়েছে। এর বাট থেকে ব্যারেল পর্যন্ত দৈর্ঘ্য ১৭ সেন্টিমিটার। সোনালি ও ধূসর রঙের এই রিভলবারে ব্যারেল, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত আছে। গুলির প্রতিটির ক্যাপের পেছনে ইংরেজিতে ‘E’ লেখা রয়েছে।

 

 

 

ওসি আরও জানান, অস্ত্রটি সাক্ষিদের উপস্থিতিতে জব্দ করে থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

Ingen kommentarer fundet