close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শহিদুল ইসলামকে সভাপতি ও শরিফুল রোমানকে সম্পাদক নির্বাচিত করে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শহিদুল ইসলামকে সভাপতি ও শরিফুল রোমানকে সম্পাদক নির্বাচিত করে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠনের খবর..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি শরিফুল রোমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। 

মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদে রয়েছেন আব্দুস ছালাম খান, সভাপতি মুকসুদপুর উপজেলা বিএনপি, মোঃ তরিকুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মুকসুদপুর উপজেলা বিএনপি, আবুল বাশার টুল্টু সভাপতি পৌর বিএনপি। 

শনিবার (১৩ এপ্রিল '২৫) মুকসুদপুরের ঐতিহ্যবাহী দাদী বাড়ি রেষ্টুরেন্টে  সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে সকল সদস্যদের অংশগ্রহণে উক্ত কমিটি গঠন করা হয়। মুকসুদপুর প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা ২৫ জন। 

নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি (দৈনিক দিনকাল পত্রিকার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি) মোঃ মশিউর রহমান মিন্টু, সহ-সভাপতি (দৈনিক কালের সমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক) মোঃ নুর ইসলাম মিয়া, সহ-সভাপতি (দৈনিক বাংলার সমাচার পত্রিকার মুকসুদপুর প্রতিনিধি) মেহেদী হাসান বিপ্লব, সহ-সভাপতি (একুশে সংবাদ ডট কম), এম ওহিদুল ইসলাম, সহ-সভাপতি সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান স্বপন, সহ-সভাপতি (দৈনিক যুগের সাথী পত্রিকার প্রধান সম্পাদক) মোঃ জাহিদুল ইসলামকে মনোনীত করা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক ঘোষণা) পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল কাইয়ূম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক বাঙালীর কন্ঠ) আব্দুল কাইয়ূম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক লাখো কন্ঠ) এম মিঠু লস্কার, সাংগঠনিক সম্পাদক (সিএনএন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি) মোঃ ওয়াসিম মিয়া, কোষাধ্যক্ষ (দৈনিক যুগের সাথী) পলাশ মাহমুদ, দপ্তর সম্পাদক (দৈনিক সংবাদ পত্রিকার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি) জে এম মাসুদুর রহমান,  মোঃ জহিরুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক (দৈনিক আকাশ জমিন) মোঃ জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক (দৈনিক অগ্নি শিখা) মোহাম্মদ নাসির খাঁন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (দৈনিক শক্তি) মোঃ মাহমুদ খান রাজু, ক্রীড়া বিষয়ক সম্পাদক (স্টাফ রিপোর্টার সাপ্তাহিক মধুমতি কন্ঠ) মোঃ শাহজালাল মুন্সী, কার্য-নির্বাহী সদস্য (ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক যুগের সাথী) মোঃ আমজাদ হোসেন আমদ, মোঃ সাইদুজ্জামান (দৈনিক মাতৃভূমি), মোঃ টিপু সুলতান খান (দৈনিক '৭১ বাংলাদেশ), আশিকুর রহমান মুন্সী (দৈনিক প্রথম প্রহর),  মেহেদী মুন্সী (সাপ্তাহিক মধুমতি কন্ঠ), রোমান মাহমুদ (দৈনিক '৭১) মোঃ সাকিব আহমেদ (পাক্ষিক সমসময়)।

Không có bình luận nào được tìm thấy