বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দীনের হত্যার বিচারের দাবীতে রাংগুনিয়য় কাপ্তাই সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রসেনা (মধ্যম-দক্ষিণ) এর সভাপতি মুহাম্মদ শাহ এমরান রনি'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল মোস্তফা রাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী, মাওলানা জরিফ আলী আরমান, অধ্যক্ষ নাসির উদ্দীন তৈয়বী,মুহাম্মদ করিম উদ্দীন হাছান,মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ মোজাহেদুল ইসলাম, এইচ এম শহীদুল্লাহ,এম এ শাকুর,শহীদুল ইসলাম খোকন। উপস্থিত ছিলেন করিম উদ্দীন নুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, মাহমুদুর রশিদ মাসুদ, ছানাউল্লাহ, সালাউদ্দিন নেজামী, জামাল উদ্দিন, দিদার আলম, বেলাল উদ্দীন, হাফেজ তারেক হোসাইন, জয়নাল আবেদীন, জমির উদ্দিন, ওবায়দুল হক প্রমুখ। বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের যদি দ্রুত বিচারের ব্যবস্থা না হয় তবে দেশে আন্দোলন সহিংসতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন যদি আইনি ব্যবস্থা গ্রহণ না করে, এটা নিয়ে গড়িমসি করে তবে মানুষ আইন নিজের হাতে তুলে দিতে বাধ্য হবে। যার ফলে হত্যার বদলে হত্যা, রক্তের বদলে রক্ত। প্রতিরোধ প্রতিশোধ গ্রহণের স্পৃহা মানুষের মধ্যে সৃষ্টি হবে। তখন দেশের আইসৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হবে এবং এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
শহীদ রইস উদ্দীন হত্যার বিচারে দাবীতে রাংগুনিয়ায় কাপ্তাই সড়ক অবরোধ..


Không có bình luận nào được tìm thấy