close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী তে সাবেক সাভার কলেজ ছাত্রদল এর উদ্যোগে দোয়া ও মাফিল এর আয়োজন।..

Md dipo Khan avatar   
Md dipo Khan
****

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রূপকার মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

বীর উত্তম এর,৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাবেক সাভার কলেজ ছাত্রদল এর নেতৃত্বে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।এই সময় উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সরকারি সাভার কলেজ ছাত্রদল, সাবেক সহ-সাধারণ সম্পাদক বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদল এর জনাব রুবেল হোসেন।

 উনি আজকের খবর পত্রিকাকে জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর এবং একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন।কিন্তু কিছু দেশদ্রোহীরা এই ব্যাপারটি নিতে না পেরে। ষড়যন্ত্র করে তাকে হত্যা করেন কিন্তু তারা ভুলে গিয়েছিলো যে,এক জিয়ার লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে।

 

তিনি আরো বলেন স্বৈরাচার এর পতন এর পর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একমাত্র উপায় দ্রুত নির্বাচন দিয়ে জনগণ এর হাতে ক্ষমতা হস্তান্তর করা।কারণ হিসেবে তিনি উল্লেখ করেন স্বৈরাচারী সরকার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং করবে যা মোকাবেলা করতে হবে জনগণ কে সাথে নিয়ে।আর এর জন্য দ্রুত নির্বাচন দিয়ে জনগণ এর সরকার প্রতিষ্ঠা করা উচিৎ তাহলে দেশ ভালো থাকবে।

 

তিনি বলেন বর্তমান সরকার যদি নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করে তবে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশে যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে প্রস্তুত আছেন তেতুলঝোড়া ইউনিয়নবাসী।

Không có bình luận nào được tìm thấy