শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির স্মরণসভা
ফরহাদ হোসেন, চট্টগ্রাম, ৩০ মে ২০২৫:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্মরণসভায় শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কসুলভ নেতৃত্ব, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বক্তারা বলেন, “জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন আত্মনির্ভরশীল বাংলাদেশের রূপকার। তাঁর প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র এদেশের মানুষের অধিকার রক্ষার ভিত্তি স্থাপন করেছে।”
অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্মরণসভায় চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা বলেন, “আজকের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ দেখায় শহীদ জিয়ার আদর্শ ও জীবনদর্শন।”