close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে ভালুকা উপজেলা যুবদলের দোয়া মাহফিল..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
রকিবুল হাসান খান রাসেল বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভালুকা উপজেলা যুবদলের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে ভালুকা সরকারি কলেজ জামে মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।

এই দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক। তাঁর অবদান জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাবো।”

মাহফিলে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, তাঁর সাহসিকতা, দেশপ্রেম এবং নেতৃত্বগুণ আজও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।

দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব।

Aucun commentaire trouvé