শহীদ ডা. গোলাম কাজেম আলী আহমেদ স্মৃতি পরিষদ গঠিত
- খান আহমেদ ইফতেখার, মেডিকেল ডেস্ক
শহীদ ডা. গোলাম কাজেম আলী আহমেদ স্মৃতি পরিষদ গঠন করেছে চিকিৎসক ও শিক্ষার্থীরা। উপদেষ্টাদের স্বাক্ষরিত ও প্রকাশিত কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আছেন- অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন আহমেদ, ডা. এম. মুর্শেদ জামান মিঞা, ডা. এ এস এম আব্দুল্লাহ, ডা. জাহাঙ্গীর আলম, ডা. রেজা নাসিম আহমেদ (রনি), ডা. গোলাম রব্বানী।
পরিষদের সভাপতি- ডা. মোঃ মশিউর রহমান, সহ-সভাপতিঃ ডা. মোঃ আল মাহমুদ, সাধারণ সম্পাদকঃ ডা. মোঃ মারুফ আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদকঃ ডা. মোঃ আব্দুল্লাহ আল মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ ডা. ইমরান হোসেন মালিথা, সাংস্কৃতিক ও কর্মসূচি সমন্বয় সম্পাদকঃ ডা. মাসউদ আহমেদ, কোষাধ্যক্ষঃ ডা. আহমাদ উল্লাহ মাসুদ। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- ডা. আব্দুল্লাহ, ডা. মাহমুদুল হাসান, ডা. তারিকুল ইসলাম, মোঃ আপেল মাহমুদ, সাকিব রানা, মোঃ আতাউর রহমান এবং রমিজ মুত্তাকিন।
উল্লেখ্য ২০২৩ সালের ২৯ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় শহীদ হন জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ। তার হত্যার বিচার, স্মৃতি রক্ষা, নানান সামাজিক ও জনহিতকর কাজ করার জন্য স্মৃতি পরিষদটি গঠন করা হয়েছে বলে জানান পরিষদের সদস্যরা।