close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শেষ ক্লাসের পরই নিভে গেল মনতলা কলেজের শিক্ষক মাহবুরের জীবনপ্রদীপ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুরে মনতলা শাহজালাল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুব ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বিকেলে কলেজে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে কলেজজুড়ে নেমে আসে শোকের ছায়া। সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন।
সহকর্মী কাউছার আহমেদ বলেন, “মাহবুব স্যার ছিলেন অসাধারণ প্রতিভাবান শিক্ষক। তিনি দুটি বই লিখেছেন এবং সর্বদা অধ্যয়ন ও গবেষণায় নিমগ্ন থাকতেন। আজ দুপুরেও ক্লাস নিয়েছেন— কে জানত এটাই হবে তার শেষ দিন।”
মাহবুব ইসলাম হবিগঞ্জের মাধবপুর উপজেলার নজরপুর গ্রামের কৃতি সন্তান। ইংরেজি সাহিত্যে গভীর জ্ঞান ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা দিয়ে তিনি অল্প সময়েই শিক্ষকতা জীবনে সুনাম অর্জন করেছিলেন।
একজন মেধাবী, নিষ্ঠাবান ও জননন্দিত শিক্ষক হিসেবে মাহবুব ইসলামের মৃত্যু মাধবপুরের শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

Inga kommentarer hittades


News Card Generator