মুশফিকের পর বেশিক্ষণ টিকে পারেনি লিটন দাস। মুশির আউটের ঠিক ৭ বল পরেই আউট হন লিটন। থারিন্দু রত্নায়েকের লেগ স্টাম্পের বাইরের বল রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন তিনি। সেঞ্চুরির খুব কাছে গিয়েও ফিরতে হলো হতাশা নিয়ে। ১২৩ বলে ৯০ রান করেছেন তিনি।
দ্বিতীয় দিন শেষে ১৫১ ওভারে ৯ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪৮৪ রান। মাত্র ২৬ রানের বিনিময়ে শেষ ৫ উইকেট হারিয়েছে শান্ত বাহিনী। লিটন সেঞ্চুরি আর মুশফিক ডাবল সেঞ্চুরির সুযোগ মিস করেছেন। ক্রিজে শূন্য রানে অপরাজিত রয়েছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা।
লঙ্কানদের হয়ে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন অসিথা ফার্নান্দো, মিলান রত্নানায়েকে ও থারিন্দু রত্নানায়েকে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
No comments found