গতকাল শনিবার উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী হাইস্কুল মাঠে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় বগুড়ার মিলন একাদশ বনাম সিরাজগঞ্জের মাসুদ মন্ডল একাদশ। খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে ৪-২ গোলে মিলন একাদশ জয়লাভ করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওবায়েদ।
ফাইনাল খেলা শেষে সন্ধ্যায় ৬ টায় চ্যাম্পিয়ন দলকে একটি বড় ছাগল পুরস্কার দেয়া হয়, এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন কবির বিপ্লব, ইউনিয়ন জামায়াতের আমির তছির উদ্দিন, সেক্রেটারি বশির উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, সহ সভাপতি জুয়েল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে এম মানিক, সাংগঠনিক সম্পাদক সিরাজ, কোষাধ্যক্ষ নুরুন্নবী হিটলার, বিএনপি নেতা শাহজামাল সিরাজি, মহাদেব, ছাত্রদল নেতা জামরুল ইসলাম, ক্রীড়া সংঘের কোষাধ্যক্ষ রেজাউল, মাসুদ,ময়নুল, মোতালেব, রিদয়, শাহিন, মিলন, রাকিব, রাশেদ, সুমন, রফিকুল, শরিফ, বাপ্পি, এনামুল, আতিকুল, চানমিয়া, আশিক প্রমুখ।
টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন কল্যাণী ক্রীড়া সংঘের সভাপতি সোহাগ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শামীম রেজা।
Nessun commento trovato
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			