close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শেরপুরে জাগরণ সংস্থার উদ্যোগে চারা বিতরণ ও সনদ প্রদান

Md Mamunur Rashid avatar   
Md Mamunur Rashid
****

বগুড়ার শেরপুরে জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা শেরপুর শাখার উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ এবং দর্জি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা শাখা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাহ-বন্দেগী ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান (মনির), সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসাইন, সমাজসেবক আব্দুল মালেক সরকার, মাহতাব উদ্দিন মাস্টার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনোয়ারা খাতুন, মনিরুজ্জামান ও তানভীর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সংগঠক আবু রায়হান। এ সময় ৩২০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র এবং ১শ পরিবারের মাঝে ৪শ টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Walang nakitang komento