close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শেরপুর জেলা বিএনপির নব-গঠিত কমিটির আহ্বায়ক এ্যাডঃ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এ. বি. এম মামুনুর রসিদ পলাশ..

MD Antor Hossin Roky avatar   
MD Antor Hossin Roky
শেরপুর জেলা বিএনপির নব-গঠিত আহ্বায়ক কমিটিতে এ্যাডঃ সিরাজুল ইসলাম কে আহ্বায়ক ও এ.বি.এম মামুনুর রসিদ পলাশ কে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি।..

শেরপুর জেলা বিএনপির নব-গঠিত আহ্বায়ক কমিটিতে  এ্যাডঃ সিরাজুল ইসলাম কে আহ্বায়ক ও এ.বি.এম মামুনুর রসিদ পলাশ কে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি। 

অদ্য ০৫/০৬/ ২৫ ইং রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির পক্ষ থেকে এ্যাডঃ সিরাজুল ইসলাম  কে আহ্বায়ক ও  এ.বি.এম মামুনুর রসিদ কে সদস্য সচিব করে 
এক প্রেস বিজ্ঞপ্তিতে শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। 
দীর্ঘদিন শেরপুর জেলা বিএনপির কমিটি স্থগিত থাকার পর আজ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। 

দীর্ঘ সময় জেলা বিএনপির কমিটি না থাকায় শেরপুরের রাজনীতিতে কোন প্রকার ভাটা পড়ে নি  বরং সকল নেতা-কর্মীগণ  স্বতঃস্ফূর্ত ভাবে দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করে গেছেন বলে জানা যায়। 

বিএনপির  অংঙ্গ ও সহযোগী সংগঠন গুলো নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে তাদের প্রতি আস্থাশীল থাকার প্রত্যয় ব্যাক্ত করেন। 

উলেখ্য, আহ্বায়ক - সদস্য সচিব ও মোট ৮জন যুগ্ম আহ্বায়ক ও ৩১ জন সদস্য উক্ত কমিটি তে স্থান পায়।  তারা হলেনঃ- ১. এ্যাড. সিরাজুল ইসলাম - আহ্বায়ক।২. মোঃ ফজলুর রহমান তারা - যুগ্ম আহ্বায়ক৩. মোঃ শফিকুল ইসলাম মাসুদ - যুগ্ম আহ্বায়ক 8. এ্যাড. আব্দুল মান্নান - যুগ্ম আহ্বায়ক ৫. আবু রায়হান রুপন - যুগ্ম আহ্বায়ক ৬. সাইফুল ইসলাম - যুগ্ম আহ্বায়ক ৭. কামরুল ইসলাম - যুগ্ম আহ্বায়ক ৮.ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা - যুগ্ম আহ্বায়ক ৯ . মোহাম্মদ ফাহিম চৌধুরী - যুগ্ম আহ্বায়ক ১০. এ বি এম মামুনুর রশিদ পলাশ - সদস্য সচিব  ১১. মাহমুদুল হক রুবেল - সদস্য  ১২. হযরত আলী - সদস্য ১৩.সাইদুল ইসলাম স্বপন - সদস্য ১৪.আব্দুল আওয়াল চৌধুরী - সদস্য ১৫. মোঃ হাতেম আলী - সদস্য ১৬. প্রফেসর নুরুল ইসলাম - সদস্য ১৭.আনোয়ার হোসেন ভিপি - সদস্য ১৮. ইসরাত জাহান পান্না - সদস্য ১৯.আকরামুজ্জামান রাহাত - সদস্য ২০. আব্দুর রহিম দুলাল - সদস্য ২১. এ্যাড. আশরাফুল নাহার রুবি  - সদস্য ২২. মোঃ মাহমুদুল হক দুলাল- সদস্য ২৩. মোঃ মহসিন কবির মুরাদ- সদস্য ২৪. মেজর (অব:) মাহমুদুল হাসান- সদস্য ২৫. এস এম শহিদুল ইসলাম- সদস্য ২৬. হাসানুর রেজা জিয়া - সদস্য ২৭. এ্যাড. সামিউল ইসলাম আতাহার- সদস্য ২৮. এ্যাড. মাজহারুল ইসলাম বাবু - সদস্য ২৯. ফজলুল চৌধুরী অকুল- সদস্য ৩০.শাহজাহান আকন্দ - সদস্য ৩১. হাবিবুর রহমান লিটন -সদস্য ৩২. আবু সুফিয়ান - সদস্য  ৩৩. জাফর আলী - সদস্য ৩৪. আতাহার ইসলাম - সদস্য  ৩৫. প্রকৌশলী তৌহিদুর রহমান - সদস্য ৩৬. মোঃ রমজান আলী - সদস্য ৩৭. মোঃ আমিনুর ইসলাম শিপন - সদস্য ৩৮. প্রফেসর শাহিনুর ইসলাম - সদস্য ৩৯. মোঃ সাইফুল ইসলাম লিটন - সদস্য ৪০.মোঃ মাহবুবুর রশিদ -সদস্য ৪১.মোঃ রেজাউল করিম রুমি - সদস্য। 

Geen reacties gevonden