শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা এতিমের মতো রাস্তায় ঘুরছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মোশাররফ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া কখনো নেতাকর্মীদের ছেড়ে যাননি, মায়ের মতো আগলে রেখেছেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, "শেখ হাসিনা তার একমাত্র বোন শেখ রেহানাকে নিয়ে গোপনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার দল এখন নেতৃত্বহীন অবস্থায়, কর্মীরা রাস্তায় রাস্তায় এতিমের মতো ঘুরে বেড়াচ্ছেন।"
তিনি আরও বলেন, "আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার মিথ্যা মামলা, গ্রেফতার, জেল, নিপীড়নের মাধ্যমে হয়রানি করা হয়েছে। তবুও তিনি কখনো নেতাকর্মীদের ছেড়ে যাননি। সন্তানদের মতো আগলে রেখেছেন দলের সবাইকে। এটাই হলো সত্যিকারের নেতৃত্ব।"
আজ বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল ও পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। সকাল ১০টায় কলাপাড়া পৌর অডিটরিয়াম মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সিনিয়র সভানেত্রী নার্গিস জামান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা সীমা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফারজানা রুমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমা এবং মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস আক্তার।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।
সম্মেলন শেষে পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা সীমা আগামী দুই বছরের জন্য কলাপাড়া উপজেলা মহিলা দল এবং কলাপাড়া পৌরসভা মহিলা দলের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী কলাপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন সালমা আক্তার লিলি, সাধারণ সম্পাদিকা নির্বাচিত হয়েছেন নার্গিস আক্তার। সাংগঠনিক সম্পাদিকা হয়েছেন ফাতেমা নাসরিন সীমা, সিনিয়র সভানেত্রী হয়েছেন নার্গিস জামান এবং যুগ্ম সম্পাদিকা হিসেবে নির্বাচিত হয়েছেন খাদিজা শিরিন।
অন্যদিকে কলাপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন ফারজানা সাম্মি ফ্লোরা এবং সাধারণ সম্পাদিকা নির্বাচিত হয়েছেন মনি বেগম। এই কমিটির পাঁচজন নেত্রীকে ‘সুপার ফাইভ’ হিসেবে ঘোষণা করে পরিচয় করিয়ে দেওয়া হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো দলের নেতা-কর্মীদের উপস্থিতি ও উদ্দীপনা। নেতারা একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেন এবং আওয়ামী সরকারের পতনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।