ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার বিজয় ফিরেন ১০ বলে শূণ্য রান করে৷ ওদিকে সাদমান ইসলাম ও মুমিনুল হক ও রানের পাশে সুবিচার করতে পারেননি৷ ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পরে টাইগাররা। তবে, সেই চাপ'কে চাপমুক্ত করেছে নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম।
দুই শতাধিকের বেশি রানের জুটি গড়ে দিন শেষ করে এই দুই ব্যাটার। দুইজন'ই পেয়েছেন সেঞ্চুরির দেখা। বিপর্যস্ত অবস্থা থেকে চালকের স্থানে বাংলাদেশ। গল টেস্টের প্রথম দিনে নির্ধারীত ৯০ ওভার ই মাঠে গড়ায়। ৪৫ রানে উইকেট হারানোর পর আর কোনো উইকেট হারায়নি নাজমুল শান্তরা। শান্ত-মুশফিকের অপ্রতিরোধ্য জুটিতে ২৯২ রানে দিন শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শান্ত - মুশফিক দুইজন মিলে যোগ করেছেন ২৪৭ রান। ২৬০ বল খেলে শান্ত অপরাজিত আছেন ১৩৬ রানে। অন্যদিকে, ১৮৬ বল খেলে ১০৫ রানে অপরাজিত আছেন মুশফিক।
প্রায় দেড় বছর পর সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শান্ত, সিলেটের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। পরের ১১ টেস্টে দুই ফিফটি হাঁকালেও সেঞ্চুরির দেখা পাননি তিনি। অন্যদিকে, রান না পাওয়া মুশফিক ও পেয়েছে স্বস্তির নিশ্বাস। উইকেট রক্ষক এই ব্যাটসম্যানের ব্যাট থেকে সেঞ্চুরি এসেছে ১৩ ইনিংস এবং ১০ মাস পর।