close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শাজাহানপুরে ডিবির অভিযানে দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার ১০ কেজি গাঁজা উদ্ধার ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

 

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)  বিশেষ অভিযানে ট্রাক থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।
গত বৃহস্পতিবার ২৮শে আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শাজাহানপুর থানাধীন বনানী বাইপাস মোড় সংলগ্ন বিটিসিএল অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি পাথরবোঝাই ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে পাথরের স্তূপের ভেতর বিশেষভাবে রাখা একটি কাপড়ের বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসাথে ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ট্রাকচালক মো. শমসের আলী (৩৫), পিতা মো. সুলতান, সাং হীরারকুঠি, এবং সহকারি হেলপার মো. সিরাজুল ইসলাম (৩৮), পিতা মৃত আহাতাব আলী, সাং শিংগিরভিটা, উভয়েই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তারা গোপনে একস্থান থেকে অন্যস্থানে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় শাজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

לא נמצאו הערות