close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শাহরুখ বললেন, পুরস্কার তুলতে এক হাতই যথেষ্ট

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
মুম্বাইয়ে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ “দ্য বাস্টার্ডস অব বলিউড”-এর টিজার উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল গতকাল। এ সময় উপস্থিত ছিলেন সিরিজটির পরিচালক আরিয়ান, প্রযোজক গৌরি খান এবং বাবা শাহরুখ খান। আগামী ১৮ স..

আরিয়ান খানের পরিচালনায় বলিউডের এক ঝাঁক তারকা অভিনয় করেছেন—ববি দেওল, মনোজ পাওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, সাহের বাম্বা, লক্ষ্য, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, রাজাত বেদি ও গৌতমি কাপুর। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খান ও করণ জোহরকে।

সিরিজটিকে আন্ডারডগদের স্বপ্নপূরণের লড়াই ও বলিউডের অন্ধকার বাস্তবতার দ্বন্দ্বের গল্প বলে বর্ণনা করেছেন আরিয়ান খান।

ছেলের অভিষেক নিয়ে শাহরুখ বলেন, “আরিয়ান যেভাবে তার গল্প ফুটিয়ে তুলেছে, সেটা গর্বের বিষয়। এর ভেতরে যেমন আবেগ আছে, তেমনি আছে স্টাইল ও আত্মসচেতনতা।”

এ সময় নিজের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন শাহরুখ। “কিং” ছবির শুটিংয়ের সময় কাঁধে আঘাত পাওয়ায় বর্তমানে চিকিৎসার জন্য বিরতিতে আছেন তিনি। মজার ছলে বলেন, “জাতীয় পুরস্কার তুলতে আমার এক হাতই যথেষ্ট। এক হাতে খাওয়া, দাঁত মাজা বা চুলকানো যায়। তবে আপনাদের ভালোবাসা নিতে দুই হাতও যথেষ্ট নয়।”

৩৩ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন শাহরুখ খান। “জওয়ান” ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মান ভাগ করেছেন বিক্রান্ত ম্যাসির (“টুয়েলভথ ফেল”) সঙ্গে। চোট কাটিয়ে ফিরতে তাঁর আরও দুই মাস সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

Nema komentara