close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে করিমগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালিত..

KUTUB UDDIN AHMED avatar   
KUTUB UDDIN AHMED
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে করিমগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার এক প্রতিবাদ অবস্থান কর্মসূচি প..

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে করিমগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার এক প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে কালো ব্যাজ ধারণ করে এ কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, 'শাহরিয়ার সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড ছাত্র রাজনীতিতে এক অশনি সঙ্কেত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।' করিমগঞ্জ উপজেলা  ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম, করিমগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওবায়দুল হক মুন্না,যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমেদ শ্রাবনসহ আরও অনেকে কর্মসূচিতে বক্তব্য রাখেন। বক্তারা আরও বলেন, 'মেধাবী ছাত্রনেতা সাম্য’র নির্মম হত্যাকাণ্ড ছাত্র সমাজকে হতবাক করেছে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।' উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম রানা যুগ্ম আহবায়ক করিমগঞ্জ উপজেলা ছাত্রদল,,হানিফ মিয়া আহবায়ক করিমগঞ্জ পৌর ছাত্রদল,প্রান্ত সদস্য সচিব করিমগঞ্জ পৌর ছাত্রদল,রিদয় হাসান বাবু সাধারণ সম্পাদক করিমগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল,ইয়াছিন আদনান, সভাপতি নোয়াবাদ ইউনিয়ন ছাত্রদল। এছাড়াও উপস্থিত ছিলেন করিমগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ও করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ১৩ মে,রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নির্মম হামলায় শাহরিয়ার আলম সাম্য নিহত হন। এ ঘটনায় ছাত্রদলসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Ingen kommentarer fundet